জীবনী সাহিত্য
শ্রীচৈতন্যদেবের নিজে কোন সাহিত্যকর্ম রচনা করেন নি। তার অনুসারীদের প্রভাবে বাংলা সাহিত্যের মধ্যযুগে চৈতন্য যুগে সৃষ্টি হয়। চৈতন্য যুগের সময়সীমা ১৫০০ থেকে ১৬০০ খ্রিষ্টাব্দ। ড. সুনীতিকুমার এর মতে ১৫০০ থেকে ১৭০০ খ্রিস্টাব্দ।
কবিঃ
মুরারি গুপ্তঃ তিনি জীবনে সাহিত্যের আদি কবি। তিনি সংস্কৃ্ত বাসায় জীবনী কাব্য তার কাব্যের নাম শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম / চৈতন্যচরিতামৃতম।
বৃন্দাবন দাসঃ তিনি বাংলা সাহিত্য জীবনী সাহিত্যের আদি কবি তার কাব্যের নাম শ্রী চৈতন্য ভাগবত।
লোচন দাসঃ কাব্যের নাম শ্রী চৈতন্য মঙ্গল
কৃষ্ণদাস কবিরাজঃ তিনি জীবনে সাহিত্যের শ্রেষ্ঠ কবি কাব্যের নাম চৈতন্যচরিতামৃত।
No comments