Header Ads

Header ADS

বিভিন্ন লেখকের উক্তিঃ


১. স্বাধীনতা হীনতাইয় কে বাঁচিতে চায়- উক্তিটি কার?
উত্তরঃ রঙ্গলাল বন্দোপাধ্যায় 
২. রুপ লাগি আখি ঝুরে গুণে মন ভোরে’ কার রচনা?
উত্তরঃ চন্ডিদাস।
৩. শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?
উত্তরঃ সমাপ্তি।

৪. ‘পাখি সব করে বর রাতি পোহাইল’ পংক্তির রচয়িতা-
উত্তরঃ মদনমোহন তর্কালংকার।
৫. ‘ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে’ বলেছেন?
উত্তরঃ প্রমথ চৌধুরী।
৬. ‘কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা
দিয়ে গেনু ভালে তোর বেদনার টীকা’
এই উদ্ধতাংশটি কোন কবির রচনা?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।

7. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ এ প্রার্থনাটি করেছেন---
উত্তরঃ ঈশ্বরী পাটনী
৮. ‘সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই’ কে বলেছেন?
উত্তরঃ চন্ডীদাস।
৯. ‘মধুর চেয়েও আছে মধুর
সে আমার এই দেশের মাটি
আমার দেশের পথের ধুলা
খটি সোনার চেয়ে খাঁটি’।
কবিতার এই অংশবিশেষের রচয়িতা—
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত।
১০. ‘মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর’ এই পংক্তিটি কার রচনা?
উত্তরঃ শেখ ফজলুল করিম।
১১. ‘জ্ঞান যেখানে সীমাবন্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’। এই উক্তি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
উত্তরঃ শিখা।
১২. ‘সব কটি জানালা খুলে দাওনা’ এর গীতিকার কে?
উত্তরঃ মরহুম নজরুল ইসলাম বাবু।
১৩. ‘পথিক তুমি পথ হারাইয়াছ’ কথাটি কার?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
১৪. ‘সুশিক্ষিত লোক মাত্রি স্বশিক্ষিত’ এই উক্তিটি কার?
উত্তরঃ প্রমথ চৌধুরী।
১৫. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।
হইক দূর অকল্যাণ সকল অশোভন’।
-চারণ দুটি কার লেখা?
উত্তরঃ শেখ ফজলুল করিম।
১৬. ‘বউ কথা কও, বউ কথা কও
কও কথা অভিমানিনী
সেধে সেধে কেঁদে কেঁদে
যাবে কত যামিনী’
এই কবিতাংশটুকু করি কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
১৭. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’ চরণটি কার রচনা?
উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।
১৮. ‘ মোদের গরব, মোদের আশা/ আ-মরি বাংলা ভাষা’ রচয়িতা-
উত্তরঃ অতুলপ্রসাদ সেন।

1 comment:

  1. Wow ! Excellent post. It's a very easy system to learn English Grammar. I hope, it will help the students and beginners to learn English Grammar. Thanks admin.

    ReplyDelete

Powered by Blogger.