Header Ads

Header ADS

বৈষব পদাবলী


★বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রীচৈতন্যদেবের জন্ম ১৪৮৬ খ্রিস্টাব্দে নবদ্বীপে এবং মৃত্যু ১৫৩৩ খ্রিস্টাব্দে পুরীতে।
★মধ্যযুগের সব থেকে সমৃদ্ধ ধারা বৈষ্ণব পদাবলী।

★কবি পরিচিতিঃ
             জয়দেবঃ তিনি বৈষ্ণব পদাবলীর আদি কবি। তিনি সংস্কৃত ভাষায় পদ রচনা করেছেন। তার কাব্যের নাম গীতগোবিন্দম্।
             বিদ্যাপতিঃ তিনি ছিলেন মিথিলার রাজসভার কবি। তিনি ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন। ব্রজবুলি হল বাংলা এবং মৈথিলী ভাষার মিশ্রণে একটি কৃত্রিম সাহিত্যিক মধুর ভাষা। এ ভাষার জনক বিদ্যাপতির। তার উপাধি- কবিকন্ঠহার, মৈথিল কোকিল, অভিনব জয়দেব, নবকবি শেখর, পন্ডিত ঠাকুর।

★তার গ্রন্থঃ
             পুরুষ বিজয়, গোরক্ষ বিজয়
তিনি বাংলা ভাষায় কোন কিছু রচনা না করলেও বাংলা সাহিত্যের কবি হিসেবে পরিচিত।
               চন্ডীদাসঃ তিনি বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি কবি। তিনি বৈষব পদাবলী শ্রেষ্ঠ কবি। তিনি বাংলা ভাষার প্রথম মানবতা বাদী কবি। তাকে বৈষ্ণব পদাবলী দুঃখের কবি বলা হয়।
বি.দ্র.: পরীক্ষার ক্ষেত্রে বৈষ্ণব পদাবলীর আদি কবি জয়দেব না থাকলে হবে বিদ্যাপতি।
               জ্ঞানদাসঃ চৈতন্য পরবর্তী ষোড়শ শতকের কবি এবং চন্ডীদাসের ভাবশিষ্য।
               গোবিন্দ দাসঃ তিনি চৈতন্য পরবর্তী পদাবলী শ্রেষ্ঠ কবি। বিদ্যাপতির ভাবশিষ্য। তার কাব্যের নাম গীতগোবিন্দ (ব্রজবুলি)।

No comments

Powered by Blogger.