Header Ads

Header ADS

সন্ধি


সন্ধিঃ দুই বর্ণের মিলন বা এক বর্ণের বিলুপ্তি করণ, বা এক বর্ণের প্রভাবে অন্য বর্ণের পরিবর্তন হওয়াকে সন্ধি বলে।
যেমনঃ রবি+ইন্দ্র=রবীন্দ্র (মিলন), মরু +উদ্যান=মরূদ্যান (মিলন), পরি+ঈক্ষা=পরীক্ষা (বিলুপ্তি), মিথ্যা+ উক=মিথ্যুক (বিলুপ্তি), বাক+দান= বাগদান (পরিবর্তন), উৎ+শ্বাস= উচ্ছ্বাস (পরিবর্তন)।
*** সন্ধির অভিধানিক অর্থ- মিলন
*** সন্ধির কাজ তিনটি। ১) মিলন, ২) বিলুপ্তিকরণ, ৩) পরিবর্তন

স্বরসন্ধি
 ১। অ বা আ পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি ই/ঈ হয় তাহলে উভয়ে মিলে এ-কার হয়। 
 যেমনঃ দেব+ঈশ= দেবেশ, পরম+ঈশ্বর= পরমেশ্বর, যথা+ইষ্ট= যথেষ্ট।
২। অ বা আ পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি উ/ঊ হয় তাহলে উভয়ে মিলে ও-কার হয়। 
 যেমনঃ বিবাহ+উত্তর= বিবাহোত্তর, স্নাতক+উত্তর= স্নাতকোত্তর, স্বাধীনতা+উত্তর= স্বাধীনতোত্তর। 
৩। অ বা আ পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি উ/ঊ হয় তাহলে উভয়ে মিলে রেফ হয়।
                                                                                                      *(রেফ শেষ বর্ণের মাথায় যায়) 
 যেমনঃ দেব+ঋষি= দেবর্ষি, মহা+ঋষি= মহর্ষি, ক্ষুধা+ঋত= ক্ষুধার্ত, শীত+ঋত= শীতার্ত 
৪। অ বা আ পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি এ/ঐ হয় তাহলে উভয়ে মিলে ঐ-কার হয়। 
 যেমনঃ জন+এক= জনৈক, মত+ঐক্য= মতৈক্য।
৫। অ বা আ পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি ও/ঔ হয় তাহলে উভয়ে মিলে ঔ-কার হয়। 
 যেমনঃ জল+ওকা= জলৌকা, বিদ্যা+ওষধ/ঔষধ= বিদ্যৌষোধ

No comments

Powered by Blogger.