Header Ads

Header ADS

Christopher Marlowe (1564-1593)

Christopher Marlowe

  • তার জন্ম ইংল্যান্ডের Canterbury তে।
  •  তিনি Kit Marlowe নামেও পরিচিত।
  • তিনি ছিলেন একাধারে English playwright, poet এবং translator.
  • Shakespeare এর পূর্বে তিনি ছিলেন সবচেয়ে বিখ্যাত playwright.
  • তাকে Father of Engliah Tragedy বলা হয়।
  • তিনি ছিলেন একজন University Wit এবং Wits দের leader. 
  • তার বিখ্যাত কিন্তু অসমাপ্ত (unfinished) poetry হচ্ছে Hero and Leander. এটি সমাপ্ত করেন George Chapman ১৫৯৮ সালে।
  • নাটক রচনায় তার শ্রেষ্ঠ অবদান হচ্ছে Blank Verse (অমিত্রাক্ষর ছন্দ) ব্যবহার করা।
  • Doctor Faustus নাটকের পূর্ণ নাম হচ্ছে The Tragical History of Life and Death of Doctor Faustus. 
  • Marlowe রচিত The Jew of Melta এর মুল বিষয় বস্তু হচ্ছে ধনলিপ্সা (Greed for Wealth).
  • ইংরেজি সাহিত্যের অন্যতম সুন্দর একটি গীতিকবিতা (lyric) হচ্ছে Marlowe এর The Passionate Shepherd to His Love .
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
  • Plays: 
           - Dido, Queen of Carthage (1586)
           - Co-writer Thomas Nashe  
           - Tamburlaine the Greate (1587) 
           - The Jew of Malta (1589) 
           - Doctor Faustus (1592) 
           - Edward II (1592)
           - Massacre at Paris (1593) 
           - You Never Can Tell 
  • Poetry: 
           - Pharsalia (Translation) 
           - The Passionate Shepherd to His Love (1593)
           - Amores (1580)
           - Hero and Leander (1593)
  • University Wits and Others:
  • University wits হচ্ছে কিছু তরুণ নাট্যকারদের দল যারা ১৬ শতাব্দীর শেষের দিকে নাটক লিখতেন  এবং Stage perform করতেন। আর এদের প্রত্যেকেই ছিলেন Cambridge বা Oxford University এর Witty Students. University Wits দের মধ্যে ছিলেন Marlowe, Kyd, Nashe, Greene, Lyly, Peele প্রমুখ।

No comments

Powered by Blogger.