কিছু বিজ্ঞান বিষয়ক প্রশ্ন:
১। একটি শূন্য পাত্রকে আঘাত করলে ভরা পাত্রের চেয়ে বেশি শব্দ হয় কেন ?
= বাতাসে শব্দ তরঙ্গের বিস্তার বেশি হয় বলে
২। বাদ্যযন্ত্রসমূহ ফাঁকা থাকে কেন ?
= ফাঁপা বাক্সের বায়ুতে অনুনাদ সৃষ্টি হয়ে শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়
৩। কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম ?
= বায়বীয় মাধ্যমে
৪। বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে ?
= সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
৫ । বাদুড় অন্ধকারে দিক নির্ণয় করে কিভাবে ?
= আলট্রাসনিক শব্দের মাধ্যমে
৬। লোকভর্তি হল ঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ
= শুন্য ঘরের শব্দের শোষণ কম হয়
৭। রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক -----
= আসলের চেয়ে বেশি হবে
৮ । চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন ?
= চাঁদে কোন বায়ুমণ্ডল নেই
৯ । সমুদ্রের তীরে একটা বিস্ফোরণ ঘটলে কে আগে শব্দ শুনতে পাবে ?
= সমুদ্রের পানির নিচে যে থাকবে
১০ । আমাদের মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল কত ?
= ১/১০ সেকেন্ড বা ০.১সেকেন্ড
১১। নিচের কোনটি যাত্রীবাহী সুপারসনিক বিমান ?
= কনকর্ড
১২ । কিসের সাহায্যে সমুদ্র ও কুয়ার গভীরতা পরিমাপ করা হয় ?
= প্রতিধ্বনি
১৩। অপটিক্যাল ফাইবারের আবরণের প্রতিসরণাঙ্ক কত ?
= ১.৫
১৪। লঞ্চের সার্চলাইটে ব্যবহৃত হয়
= অবতল দর্পন
১৫। দাঁতের ক্ষত দেখার দর্পন কোনটি ?
= উত্তল দর্পন
No comments