Header Ads

Header ADS

গুরুত্বপুর্ণ কিছু সাল জেনে রাখুনঃ

১। বাংলা একাডেমি পুরস্কার প্রদান শুরু = ১৯৬০ সালে
২। শিক্ষা আন্দোলন – ১৯৬২ সালে
৩। ছয়দফা পেশ = ১৯৬৬ সালে
৪। আগরতলা মামলা = ১৯৬৮ সালে
৫। গণঅভ্যুত্থান = ১৯৬৯ সালে

৬। স্বাধীন বাংলাদেশ =১৯৭১ সালে
৭। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন = ১৯৭২
৮। ভারত -বাংলাদেশ মৈত্রী চুক্তি = ১৯৭২
৯। বাংলাদেশের কমনওয়েলথে যোগদান = ১৯৭২
১০। বাংলাদেশের জাতিসংঘে যোগদান =১৯৭৪
১১।বঙ্গবন্ধুকে হত্যা =১৯৭৫
১২। কাজী নজরুল ইসলাম ও জসীম উদ্দীনের মৃত্যু এবং একুশে পদক প্রদান শুরু = ১৯৭৬
১৩। স্বাধীনতা পুরস্কার প্রদান শুরু = ১৯৭৭ ।
১৪। গঙ্গা পানি চুক্তি = ১৯৯৬ ।
১৫। পাবর্ত্য চট্টগ্রাম শান্তি চুক্তি = ১৯৯৭
১৬। বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে স্ট্যাটাস লাভ = ১৯৯৭
১৭। ২১শে ফেব্রুয়ারিকে আন্তজার্তিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা = ১৯৯৯
১৮। বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস লাভ = ২০০০ ।
১৯ । ড. ইউনুসের নোবেল জয় = ২০০৬
..............................................
এখান থেকে প্রশ্ন আসবেই বিসিএসএ
***সাম্প্রতিক ঝড়ের নাম ও অর্থ***
........................................
১. সিডর- চোখ, সিংহলী ভাষার শব্দ।
২. রেশমি- কোমল
৩. খাইরুন- উত্তম, আরবি ভাষার শব্দ।
৪. নিসা- নারী, আরবি ভাষার শব্দ
৫. নার্গিস- ফুল, উর্দু ভাষার শব্দ।
৬. বিজলী- দূতি,বিদ্যুৎ।
৭. আইলা- ডলফিন বা শুশুক জাতীয়
প্রাণী, মালদ্বীপের দিবেহী ভাষার শব্দ।
৮. ওয়ার্ড- ফুল, আরবি ও ওমানীয় ভাষা।
৯. মহাসেন- সৌন্দর্য, সিংহলী ভাষার
শব্দ।
১০. হুদহুদ- এক ধরণের পাখি, ওমান ভাষার
শব্দ।
১১. কোমেন- বিস্ফোরক বা বিস্ফোরণ
ঘটায় এমন, এর আরেকটি অর্থ- মূল্যবান পাথর, থাইল্যান্ড ভাষার শব্দ।
১২. রোয়ানু- কয়ার রোপ। বাংলায়
নারকেলের ছোবড়ার আঁশের দড়ি।
মালদ্বীপের ভাষার শব্দ।
১৩. নাদা- দ্রমূর্তির নারী ভয়ংকর ও হিংস্রতা,ওমান ভাষার শব্দ।
১৪. মোরা- মূল্যবান প্রস্তর বিশেষ, Star of the Sea, থাইল্যান্ডের প্রস্তাবিত নাম। থাই ভাষার শব্দ।

No comments

Powered by Blogger.