IP Addressing
IP Addressing: IP Addressing হলো এমন একটা বিষয় যার মাধ্যমে আমরা কোন Device কে চিনতে পারি। আমরা যখন কোন কিছু Internet এ Seach দিয়ে থাকি তখন Internet থেকে ঐ সার্চ করা ফলাফল ঠিক আমার Device থেকে সার্চ করা হইচে এটা চিনে এনে দেয়াকে বুঝায়।
Networking এ Addressing দুই ভাগে বিভক্ত।
- Physical Address
- Logical Address
Physical Address: Physcial Address হলো কোন Device এর একদম নিজের Address এই Address কোন সময় পরিবর্তন হয় না। তৈরির সময় থেকে এটা দিয়ে দেয়া হয়। যেমন- MAC Address. MAC Address মোট ৪৮ bit এর হইয়ে থাকে।
Logical Address: Logical Address হলো কোন Device এর সাময়িক ভাবে ব্যবহার করার জন্য প্রদান করা হয়। কোন একটা কাজ করার জন্য এটা দেয়া হয় আবার সেই কাজ শেষ হইয়ে গেলে Logical Address তার থেকে আবার নিয়ে নেয়া যায়। যেমনঃ IP Address.
IP Address:
IP Address দুই ধরনের। একটা IPv4 আর একটা IPv6। IPv4 এর IP গুলা ফুরিয়ে যাওয়ার দিকে চলে এসেছে তার জন্য IPv6 আসছে।
এখনো আমাদের Internet company গুলো IPv4 ব্যবহার করে থাকে যার জন্য আমরা এখনো IP v4 সম্পর্কে জানবো। IPv4 মোট 32bit এর হইয়ে থাকে।
IPv4 কে আবার দুইটা Type এ ভাগ করা হইয়েছে।
No comments