William Wordsworth (1770-1850)
![]()  | 
| William Wordsworth | 
- তিনি Poet of Nature হিসেবে খ্যাত।
 - তিনি Poet of Childhood হিসেবেও পরিচিত এবং Lake poet হিসেবেও তার পরিচিতি রয়েছে।
 - Willliam Wordsworth পেশায় এক জন আইন ব্যবসায়ী ছিলেন।
 - তিনি Worshiper of Nature হিসেবে ইংরেজি সাহিত্যে পরিচিতি লাভ করেন ।
 - William Wordsworth হলেন Romantic যুগের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র।
 - ১৮৩৯ সালে Oxford বিশ্ববিদ্যালয় তাকে ডি.সিএল উপাধিতে ভূষিত করে।
 - তিনি রোমান্টিক যুগের কবি।
 - ১৮৪৩ সালে কবি Robert Southe-এর মৃত্যুর পর তিনি Poet Laureate বা ইংল্যান্ডের রাজকবি হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
 - প্রকৃতির মাঝে মহান সৃষ্টিকর্তা বিরাজমান Wordsworth এর এই বিশ্বাসটি Pantheism হিসেবে পরিচিত।
 - Wordsworth তাই অধিকাংশ কবিতা রচনা করেছেন ১৭৯৮ থেকে ১৮০৮ সালের মধ্যে। এই সময় ছিল তার সাহিত্য রচনার স্বর্ণযুগ।
 - তিনি ১৭৯৮ সালে কবি Coleridge এর সঙ্গে যুক্তভাবে Lyrical Ballads রচনা করেছেন এবং রোমান্টিক তত্ব নিয়ে আলোচনা করেছেন। Wordsworth এর Poet of Nature ও Poet of Childhood এর কয়েকটি উক্তি হলো---
 
        "The Child is father of the man." (The Daffodils)
- The poem "The Solitary Reaper" was written by - Wordsworth.
 - William Wordsworth is knowns as- 'the poet of nature' in English Literature.
 - The Solitary Reaper is a - Romantic poem.
 - Wordsworth was inspired by - the French Revolution.
 - 'The Daffodils' is a poem written by - William Wordsworth.
 - William Wordsworth was a - poet.
 - William Wordsworth is pre-eminently - a poet of nature.
 - The daffodils in Wordsworth's 'I wandered Lonely as a Cloud' were to dancing the reason is - There was a strong wind
 - The poet so sad to see the daffodils in "The Daffodils"- because the flowers remind him of his own death.
 - In "I Wondered Lonely As a Cloud" Wordsworth compares the daffodils with -- the stars of the milky way.
 - "The central idea of " I wandered lonely as a cloud" is that- we can find solace in nature.
 - "Continuous as the starts.. .. They stretched" (From "I wandered lonely as a cloud") is an example of--simile.
 - The central idea of "To Daffodils" is that--Life is short, so live to the fullest.
 
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
       - Lyrical Ballads (1798)
      - The Prelude (1850)
      - The Daffodils 
      - Tintern Abbey 
      - Lucy Poems
      - The Excursion 
      - The Solitary Reaper
      - Michael 


No comments