কম্পিউটারের ইতিহাস
কম্পিউটারের ইতিহাসঃ 'কম্পিউট' শব্দের অর্থ গণনা করা। কম্পিউটার হলো গণনাকারী যন্ত্র বা হিসার যন্ত্র। √ Abacus is the first calculating device. √ 'Abacus' হলো এক প্রকার গণনা যন্ত্র। এটি বিশ্বের প্রথম গণণা যন্ত্র। √ কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা মানুষের নির্দেশ অনুযায়ী কাজ করতে পারে। এর কোন বুদ্ধি বিবেচনা নেই। এতে পুনরাবৃত্তি মূলক কাজ অধিক সুবিধাজনক।
√ কম্পিউটারের জনক জন ভন নিউম্যান। তিনি পৃথিবীর প্রথম কম্পিউটিং মেশিনের নকশাকারী। তিনি যুক্তরাজ্যের অধিবাসী। তিনি প্রথম ১৮১২ সালে বেল ল্যাবরেটরিতে গাণিতিক হিসাবের জন্য 'ডিফারেন্স ইঞ্জিন' এবং ১৮৩৩ সালে 'অয়ানালিটিক্যাল ইঞ্জিন' উদ্ভাবন করেন।
√ পরবর্তীতে ব্যাবেজের চিন্তাভাবনার বাস্তবায়ন ঘটান হাওয়ার্ড আইকেন। তিনি প্রথম ডিজিটাল কম্পিউটারের আবিস্কারক।
√ প্রথম কম্পিউটার হলোঃ 'ABC' (Atanasoff-Berry Computer). এটি সাধারণ নন-পারপাস কম্পিউটার।
√ বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহারের জন্য প্রথম বাজারে ছাড়া হয় ১৯৫১ সালে তৈরি ' UNIVAC'.
√ আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি)। এর আবিস্কারক জেএস কেলবি। কম্পিউটার চিপ বা আইসি তৈরিতে সর্বাধিক ব্যবহৃত হয় সিলিকন। আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার হলো IBM system-360.
√ মাইক্রোপ্রসেসর আবিস্কৃত হয় ১৯৭১ সালে। আবিস্কারক ড. টেড হফ। প্রথম মাইক্রোপ্রসেসর হলো ইনটেল-৪০০৪।
√ কম্পিউটার একটি হিসাব যন্ত্র। এর বৈশিষ্ট্যঃ দ্রুতিপতি, ভ্রমশূন্য ফলাফল, বৃহৎ স্মৃতির আধান। কম্পিউটারে বুদ্ধি-বিবেচনা নেই। √ কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান Microsoft এবং এর প্রতিষ্ঠাতা কিংবদন্তি বিল গেটস। √ কম্পিউটারে কাজের গতি ন্যানো সেকেন্ডে প্রকাশকরা হয়। ন্যানো সেকেন্ডে হলো এক সেকেন্ডের ১০০ কোটি ভাগের এক ভাগ। √ লগারিদম প্রবর্তন করেন জন নেপিয়ার। √ প্রথম যান্ত্রিক ক্যালকুলেটার তৈরি করেন জার্মান গাণিতবিদ লিবনিজ। ক্যালকুলাস আবিস্কার করেন নিউটন। √ কম্পিউটারের মূলমেমরি তৈরি হয় সিলিকন দিয়ে।
√ কম্পিউটার একটি হিসাব যন্ত্র। এর বৈশিষ্ট্যঃ দ্রুতিপতি, ভ্রমশূন্য ফলাফল, বৃহৎ স্মৃতির আধান। কম্পিউটারে বুদ্ধি-বিবেচনা নেই। √ কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান Microsoft এবং এর প্রতিষ্ঠাতা কিংবদন্তি বিল গেটস। √ কম্পিউটারে কাজের গতি ন্যানো সেকেন্ডে প্রকাশকরা হয়। ন্যানো সেকেন্ডে হলো এক সেকেন্ডের ১০০ কোটি ভাগের এক ভাগ। √ লগারিদম প্রবর্তন করেন জন নেপিয়ার। √ প্রথম যান্ত্রিক ক্যালকুলেটার তৈরি করেন জার্মান গাণিতবিদ লিবনিজ। ক্যালকুলাস আবিস্কার করেন নিউটন। √ কম্পিউটারের মূলমেমরি তৈরি হয় সিলিকন দিয়ে।
No comments